মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হলো ‘নজরুল স্মরণ’!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মে, ২৬, ২০২২, ৮:২৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগার, গৌরীপুর লেখক সংঘ ও যুগান্তর স্বজন সমাবেশের পৃথক বর্ণাঢ্য আয়োজনে বুধবার (২৫ মে/২০২২) জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সংগীত পরিবেশন অনুষ্ঠিত হয়।

গণপাঠাগারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের নির্বাহী পরিচালক প্রাবন্ধিক রণজিৎ কর।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর গণপাঠাগারের ভারপ্রাপ্ত প্রধান পরিচালক সত্যেন দাস। সঞ্চালনা করেন সাংবাদিক আরিফ আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ভোকেশনাল ইন্সটিটিউটের সাবেক অধ্যক্ষ মুহাম্মদ আলী জিন্নাহ, গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের মনোবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, সুবর্ণবাংলার সম্পাদক ছড়াকার আজম জহিরুল ইসলাম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা প্রমুখ। সাংস্কৃতিক পর্বে অংশ নেন আমিরুল মোমেনীন, গোপা দাস, অনামিকা সরকার, আশিকুর রহমান রাজীব, সজীব খান, নাদিরা জামান পান্না, শেখ সাইদ, পায়েল সরকার, সপ্তর্ষি সরকার ঋদ্ধি, তাহমিদ ইসলাম জিসান, তাসিন হাসান, কবি নুরুল আবেদিন, শামীমা খানম মীনা, আজম জহিরুল ইসলাম।

অপরদিকে গৌরীপুর লেখক সংঘের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতিম-লীর সদস্য মজিবুর রহমান ফকির। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লেখক সংঘের সাধারণ সম্পাদক মোহাম্মদ ওমর ফারুক। মূল প্রবন্ধ পাঠ করেন লেখক লুৎফর রহমান। কবিতা আবৃত্তি করেন ছড়াকার আজম জহিরুল ইসলাম, কবি নুরুল আবেদিন, মোখলেছুর রহমান, আব্দুস্ সালাম, কবি আফরোজা আবেদিন, কবি মোহাম্মদ শহীদুল্লাহ এবং ছাত্র ইউনিয়নের উপজেলা সভাপতি এনামুল হাসান অনয় প্রমুখ।

এদিকে যুগান্তর স্বজন সমাবেশও অনুরূপ কর্মসূচী পালন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি কবি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, নহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, আ’লীগ নেতা মো. সাইফুল ইসলাম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, কবি অনামিকা সরকার, গৌরীপুর পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, স্বজন শামীম আনোয়ার, তাসাদদুল করিম প্রমুখ।