বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট

প্রকাশিত হয়েছে- বুধবার, ২৭ অক্টোবর, ২০২১
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৭, ২০২১, ৮:৪৯ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর মুজিববর্ষ উপলক্ষে ‘আন্তঃ উপজেলা বঙ্গবন্ধু কাপ ফুটবল’ টুর্নামেন্ট বুধবার (২৭ অক্টোবর/২০২১) ফাইনাল খেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় শ্যামগঞ্জ একাদশকে ১-০ গোলে হারিয়ে গৌরীপুর উপজেলা একাদশ চ্যাম্পিয়ান হয়।

টুর্নামেন্টের ফাইনাল খেলায় ১৪৮, ময়মনসিংহ-৩, গৌরীপুরের জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ প্রধান অতিথির বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি ইউএনও হাসান মারুফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ হেলাল উদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুন্নাফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ সোহেল রানা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুর রহিম, গৌরীপুর আরকে সরকারি উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষক মো. আব্দুল মালেক প্রমুখ।

উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ জানান, ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলা, তারাকান্দা উপজেলা, ফুলপুর উপজেলা, মুক্তাগাছা উপজেলা, ঈশ্বরগঞ্জ উপজেলা ও শ্যামগঞ্জ একাদশের অংশগ্রহণে এ টুর্নামেন্টে ২০২০সালের ৮মার্চ শুরু হয়। করোনাকালীন দুর্যোগের কারণে ফাইনাল খেলা স্থগিত করা হয়েছিলো।