শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে পূজামন্ডপে আলোক সজ্জার পুরো প্রস্তুতি

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ অক্টোবর, ২০২১
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২১, ১২:৪৭ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (৮অক্টোবর/২০২১) মন্ডপে মন্ডপে প্রতিমার সাজসজ্জার কাজ শেষ করেছেন মৃৎশিল্পীরা। শহরের প্রধান বিপনী বিতানগুলোতে শুরু হয়েছে কেনাকাটা। আত্মীয়-স্বজনের বাড়িতে নিমন্ত্রণ আর উপঢৌকনও পৌঁছে গেছে। চলছে মন্ডপ এলাকার আলোকসজ্জার কাজ, বাহারী তোরণ নির্মাণ। বৃহস্পতিবার রাতে শহরের দুর্গাবাড়ি পুজামন্ডপ, মাস্টারবাড়ি পুজামন্ডপ ও পুর্বদাপুনিয়া মন্দির ঘুরে দেকা যায়, প্রত্যেকটি মন্ডপে জ¦লে উঠেছে রঙিন বাতি। এ বছর উপজেলায় ৬০টি মন্ডপে শারদীয় দুর্গোৎসব পালন করা হবে।
এ দিকে শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে উপজেলা পরিষদ পাবলিক হলে ইউএনও হাসান মারুফের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রনালয়ের স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অরুন চন্দ্র সরকার, সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্র কর, কালীখলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু প্রমুখ। সভায় জানানো হয়, এবছর গৌরীপুরে স্থায়ী ও অস্থায়ী ৬০টি মন্দিরে শারদীয় দুর্গোৎসবের পুজা অর্চনা অনুষ্ঠিত হবে।