শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে পূজামন্ডপের ২৪ ঘন্টা নিশ্ছিদ্র নিরাপত্তায় আনসার বাহিনীর মোবাইল টিম

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৫ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২৫, ২০২০, ৮:৪৫ অপরাহ্ণ

সামছুজ্জামান আরিফ:

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মন্ডপ ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে গৌরীপুর উপজেলা প্রশাসনের সমন্বয়ে আনসার বাহিনীর ৮ টি ভ্রাম্যমান টিম কাজ করছে।

গৌরীপুর উপজেলায় এ বছর ৫৭ টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে গৌরীপুর পৌরসভা ও ১০টি ইউনিয়নে বাংলাদেশ অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৮ টিমে ৮০ জন আনসার সদস্য মোতায়ন রয়েছে। পূজামন্ডপ গুলোতে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিটি মোবাইল টিমে ১০ জন করে বাংলাদেশ অানসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা কাজ করবেন বলে উপজেলা অানসার কার্যালয় সূত্রে জানা গেছে। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: রাকিবুল হাসান জানান যে,প্রতিমা বির্সজন শেষ না হওয়া পর্যন্ত উপজেলা প্রশাসন ও পুলিশের সমন্বয়ে এসব অানসার সদস্যরা আদেশকৃত এলাকায় ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্ন দায়িত্ব পালন করবেন।