রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে পল্লী বিদ্যুতের পোল স্থাপনের কারণে ঝুঁকিতে পরিবার

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৩, ২০২০, ১১:৫৩ অপরাহ্ণ
অানোয়ার হোসেন শাহীন ঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কাউরাট গ্রামের একটি পরিবারের বাড়ি নির্মানের অন্তরায় হয়ে দাড়িয়েছে পল্লী বিদ্যুতের পোল স্থাপনের কারণে। এ নিয়ে বিদ্যুত অফিসে পোল স্থানান্তরের বিষয়ে লিখিত অভিযোগ করে কোন ফল পাচ্ছে না। অভিযোগে জানা গেছে, বিদ্যুত অফিস অবগত না করে উল্লেখিত গ্রামের মরহুম আফাজ উদ্দিন আহম্মদের ফলজ বনজ বাগানের কয়কটি গাছ কেটে এর ভিতর দিয়ে বিদ্যুতের পোল স্থাপন করে। মরহুম আফাজ উদ্দিনের পরিবার গৌরীপুর পৌর শহরে বসবাস করার কারনে বিদ্যুত সংযোগ বিষয়টি অবগত নয়। মাস খানেক পর গ্রামের বাড়ীতে যেয়ে দেখা যায়,বনজ কয়েকটি গাছ কেটে খুঁটি স্থাপন করে। এতে উল্লেখিত জায়গায় ঘর নির্মাণ করা,রোপিত গাছপালা বৃদ্ধির প্রতিবন্ধকতাসহ ২০শতাংশ ভূমি মূল্যহীন হয়ে গেছে। এ ব্যাপারে মরহুমের স্ত্রী মোছাঃ হারেছা আক্তার গত ২১ জুলাই ২০১৯ ইং এলটি লাইন স্থানান্তর জন্য পবিস- ৩ এর জেনারেল ম্যানেজারের বরাবরে আবেদন করার পরও কোন কার্যকর ভূমিকা নেন নি। উপরোন্ত তিনি স্বারক নং- মপবিস৩/৩০০.০৮/২০২০/১২৩৬(৩০) সহকারী জেনারেল ম্যানেজার( সদস্য সেবা) সাক্ষরিত মোছাঃ হারেছা আক্তারের কাছে পোল স্থানান্তর বাবৎ, ৪০হাজার ৩ শত ৮১ টাকা দাবী করে পত্র পেরণ করে। উল্লেখিত টাকা প্রদান করার মতো এই পরিবারটির সামর্থ নেই। তাই বিষয়টি সহানুভূতির সহিত বিবেচনা করে উদ্ধতন কতৃপক্ষ সুদৃষ্টি দিয়ে পোলটি স্থানান্তর করুন এবং ক্ষতিগ্রস্থ পরিবারটিকে রক্ষা করুন।