রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে পলাশকান্দা ট্র্যাজেডি দিবস পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩০ নভেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৩০, ২০২০, ৭:৫৫ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (৩০ নভেম্বর/২০২০) পলাশ কান্দা ট্র্যাজেডি দিবস উপলক্ষে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা সন্তান কমা-, শহীদ মুক্তিযোদ্ধা পরিবার, সংগীত নিকেতন, চাঁদের হাট ও যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে প্রভাত ফেরি, করব জিয়ারত, দোয়া মাহফিল, আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণ অনুষ্ঠিত হয়। ৭১’র রণাঙ্গন ও পলাশকান্দা ট্রাজেডি’র ইতিহাস তুলে ধরেন শহীদ মঞ্জু’র ভাই গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ম. নুরুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমা-ার মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, আবুল কালাম আজাদ, রতন চন্দ্র সরকার, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক কমান্ডের কমান্ডার এম এ হাই, আব্দুল মালেক, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সাদেকুর রহমান সেলিম, পৌর শাখার সভাপতি গৌরীপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মশিউর রহমান কাউসার, মুক্তিযোদ্ধা সন্তান কমা-ের সাংগঠনিক সম্পাদক উজ্জল চন্দ প্রমুখ।

অপরদিকে যুগান্তর স্বজন সমাবেশ আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বজনের সহসভাপতি শামীমা খানম মীনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, উপজেলা স্বজন সমাবেশের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, মহিলা বিষয়ক সম্পাদিকা মমতাজ বেগম, অনামিকা সরকার, স্বজন কামরুজ্জামান তালুকদার স্বপন, আশিকুর রহমান রাজিব, রফিকুল ইসলাম রবি প্রমুখ। ১৯৭১ এর এই দিনে ময়মনসিংহের গৌরীপুরে পাক হানাদার বাহিনীর সাথে এক সম্মুখযুদ্ধে পলাশকান্দায় শহীদ হন মুক্তিযোদ্ধা সিরাজ, মনজু, মতি ও জসিম।

টি.কে ওয়েভ-ইন