বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে নতুন রাস্তা উদ্বোধন

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৮, ২০২০, ৭:৩০ অপরাহ্ণ

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (৮অক্টোবর/২০২০) বোকাইনগর ইউনিয়নের মমিনপুর পাকারাস্তা হতে মামুদনগর ভায়া মিরিকপুর রাস্তার আর সিসি ঢালাইকরণ কাজ উদ্বোধন করা হয়। বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দীনের সভাপতিত্বে ও বোকাইনগর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা এডভোকেট নাজিম উদ্দিন আহমেদ এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ′′বোকাইনগর ইউনিয়নের ভিতর দিয়ে ৭ কিলোমিটার হাইওয়ে রাস্তা হয়েছে। ফায়ার সার্ভিসসহ রাস্তার ব্রীজের কাজ সম্পন্ন হয়েছে। দলীয় চেয়ারম্যান থাকায় উন্নয়নের সুফল ইউনিয়নবাসী ভোগ করছেন। আগামী ইউপি নির্বাচনে গোয়েন্দা সংস্থায় সার্ভে করছে। যোগ্যতা নাই এমন কেউ ইউপি চেয়ারম্যান প্রার্থী হয়ে বিএনপিকে মাঠ খালি করে দিয়েন না। আগামী নির্বাচনে কেউ এমন ভুল করবেন না।”
অনুষ্ঠানের বিশেষ অতিথির বক্তব্যে হাবিব উল্লাহ হাবিব মাননীয় এমপি মহোদয়ের সহযোগিতা প্রত্যাশা করে বলেন, ′′ধর্ম মন্ত্রণালয়ের অধীনে গৌরীপুরে একটি মডেল মসজিদ হতে যাচ্ছে। এই মডেল মসজিদ প্রতিষ্ঠার জন্য সুন্দর একটা জায়গা নির্ধারণের লক্ষ্যে ধর্ম মন্ত্রণালয়ে অাবেদন দিয়েছি। মডেল মসজিদটি যেন জেলখানা মোড়ে তৈরি হয়।”
এছাড়াও বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল  হেলিম, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক আঃ সামাদ, যুগ্ন আহবায়ক মোঃ বিল্লাল হোসেন, শ্রমিক ইউনিয়নের সভাপতি আহসান উল্লাহ, প্রকল্পের সভাপতি ইউপি সদস্য মোঃ আজিজুল হক, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বাচ্চু, গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি (স্থগিত কমিটি) আল মুক্তাদির শাহীন, সাধারণ সম্পাদক ইমতিয়াজ সুলতান জনি প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন সামনের ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ কামাল উদ্দিন লিটনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।