বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২২শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহিমান্বিত পবিত্র শবেবরাত পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৩০, ২০২১, ৭:১৮ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভায় ২৮৪টি মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠানে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র শবেরাত পালিত হয়েছে। এ উপলক্ষে বিশেষ বয়ান, আলোচনা, মিলাদ মাহফিল, ইবাদত, রোজা রাখা, খতমে কুরআন, তবারক বিতরণসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়। এ উপলক্ষে বড় মসজিদের খতিব মাওলানা মো. মোস্তাকিম, কালিপুর দৈনিক বাজার মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল হালিম, পূর্বদাপুনিয়ার খেলার মাঠ মসজিদের খতিব মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা কোর্ট মসজিদের খতিব মাওলানা মো. আতাহার আলী, উত্তর বাজার বায়তুন আমান জামে মসজিদের খতিব মাওলানা মো. শাসছুল হক, সতিশা খালপাড় বায়তুন আমান জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুর রহমান বিশেষ বয়ান, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। একাধিক মসজিদের মোনাজাতে অংশ নেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।

পবিত্র শবেবরাত আজ। মহিমান্বিত এ রাতে আল্লাহতায়ালা বান্দার জন্য বিশেষ রহমতের দরজা খুলে দেন। মর্যাদাপূর্ণ এই রাতে ধর্মপ্রাণ মুসলমানরা দয়াময় আল্লাহর অনুগ্রহ লাভের আশায় নফল নামাজ, কুরআন তেলাওয়াত, দোয়া-দরুদ ও জিকির-আজকারে মগ্ন থাকেন।

‘শব’ অর্থ রাত এবং ‘বরাত’ অর্থ সৌভাগ্য। আরবি ‘লাইলাতুল বরাত’ মানে সৌভাগ্যের রাত। হিজরি সালের শাবান মাসের ১৪ তারিখ দিনগত রাত অর্থাৎ ১৫ শাবানের এ রাতকে মুসলিম উম্মাহ সৌভাগ্যের রজনী হিসাবে পালন করেন।

টি.কে ওয়েভ-ইন