সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে দ্রুত বিচার মামলার ৩ আসামীসহ ১২জন গ্রেফতার

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ১৯, ২০২০, ৪:০৩ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশ শনিবার (১৯ সেপ্টেম্বর/২০২০) অভিযান চালিয়ে দ্রুত বিচার মামলার ৩জন ও জুয়া খেলার আসর থেকে ৯জনকে গ্রেফতার করেছে।
পরিকল্পিতভাবে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় দ্রুত বিচার আইনের মামলায় মধ্য ভালুকার আব্দুল মান্নানের পুত্র মোঃ ইমাম হাসান নাহিদ (২৩), স্টেশন রোডের মোঃ আবুল বাসারের পুত্র মোঃ সাইমুন আহম্মদ অন্তর (২১), গাভীশিমুল গ্রামের মৃত দুলাল মিয়ার পুত্র মোঃ মঞ্জুরুল হক (২৩) কে গ্রেফতার করেছে। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মোঃ নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃত ও অজ্ঞাতনামা আসামীরা পরিকল্পিতভাবে ভাড়াটিয়া সেজে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সিএনজি ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে।
অপরদিকে সিধলা ইউনিয়নে জুয়ার আসরে অভিযান চালিয়ে তারাকান্দার মেঘাহালা গ্রামের আব্দুল গফুরের পুত্র মোঃ রতন মিয়া (২৮), মোঃ আব্দুল হাসিমের পুত্র মোঃ রুহুল আমিন (৩০), আব্দুল গফুরের পুত্র মোঃ সোহাগ মিয়া (৩০), আব্দুল আজিজের পুত্র মোঃ জাহাঙ্গীল আলম (২৮), আব্দুল লতিফের পুত্র মোঃ সবুজ মিয়া (২৮), আব্দুর রশিদের পুত্র মোঃ আব্দুল হামিদ (৩৮), লাল মিয়ার পুত্র মোঃ মাসুদ মিয়া (৩৪), মৃত আব্দুল মান্নানের পুত্র মোঃ রঙ মিয়া (৩০) ও মৃত রজব আলীর পুত্র মোঃ মজিবুর রহমান (৩৮) কে গ্রেফতার করেছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, দুটি ঘটনায় পৃথক মামলা হয়েছে। গ্রেফতারকৃত আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।