বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে দু’দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- সোমবার, ৩ জানুয়ারি, ২০২২
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩, ২০২২, ৩:২৬ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখুরিয়া ছিদ্দিকীয় নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে দু’দিনব্যাপী ইসলামী মহাসম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশবরেণ্য আলেম ও ইসলামী সাংস্কৃতিক সংগঠন কলরবের শিল্পীগণ ইসলামী সংগীত পরিবেশন করেন। রোববার (২ জানুয়ারি/২০২২) মধ্যরাতে আখেরী মোনাজাতের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
মহাসম্মেলনে প্রধান আলোচক হিসেবে ‘ইসলামী দিকনির্দেশনায় আপনার জীবন’ বিষয়ে বয়ান প্রদান করেন হাফেজ মাওলানা মুফতি ইউসুফ সাইফি। মূখ্য আলোচক হিসেবে বয়ান দেন হাফেজ মাওলানা মুফতি মাছরুরুল হক। স্বাগত বক্তব্য রাখেন মাদরাসার মহাপরিচালক মো. গোলাম সামদানী খান সুমন ও পরিচালক হাফেজ মো. আল আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মোহাম্মদপুর রওজাতুল উলুম ইসলামিয়া হাফিজিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক। বিশেষ বয়ান দেন হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি। মাহফিল পরিচালনা করেন হাফেজ মাওলানা মুফতি রুহুল আমিন ও হাফেজ মো. আজিজুল হক।
সাংস্কৃতিক পর্বে ইলিয়াস হাসানের সঞ্চালনায় ইসলামী সংগীত পরিবেশন করেন কলরবের শিল্পী বদরুজ্জামান, ওমর আব্দুল্লাহ, ইমরানুল ফারহান, আবির হাসান, সালমান সাদী, তাহসীনুল ইসলাম, আহনাফ খালিদ, ফজলে এলাহী সাকিব, নাসরুল্লাহ ইরফান, জাহিদুল ইসলাম শাওন। প্রথমদিনে বয়ানে অংশ নেন ঢাকার খিলগাঁও জামে মসজিদের খতিব বিশেষ আলোচক হাফেজ মাওলানা মুফতি আবুল কাশেম আশরাফি, হাফেজ মাওলানা আব্দুর রাজ্জাক।