বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

প্রকাশিত হয়েছে- রবিবার, ১০ মার্চ, ২০২৪
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২৪, ৭:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে রোববার (১০মার্চ/২০২৪) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের ফসলের নিবিড়তা বৃদ্ধিকরণ প্রকল্পের সহযোগিতায় ৩দিনব্যাপী কৃষি মেলা উপজেলা কৃষি অফিস চত্বরে শুরু হয়েছে। এ মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। উদ্বোধন শেষে মেলার প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন।

মেলায় প্রদর্শিত শস্যদানা দিয়ে প্রস্তুত ঐতিহাসিক ৭মার্চের ভাষণের বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও জাতীয় স্মৃতি সৌধ স্থাপন করায় অতিথিবৃন্দ মেলা কর্তৃপক্ষকে অভিনন্দন জানান।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও মো. শাকিল আহমেদ। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট নিলুফার আনজুম পপি এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার নিলুফার ইয়াসমিন জলি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, গৌরীপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র মো. নাজিম উদ্দিন, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ সুমন চন্দ্র রায়, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, উপজেলা কৃষক লীগের সভাপতি মো. আবুল হাসিম, গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু প্রমুখ।