শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে তারাকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ঠকালীন লীলা র্কীত্তন

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ মার্চ, ২০২২
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২২, ১১:৫২ অপরাহ্ণ

শ্রীশ্রী কৃষ্ণের দোলযাত্রা ও শ্রীশ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর ৫৩৭তম জন্মতিথি উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে শ্রীশ্রী গোবিন্দ জিউর মন্দির প্রাঙ্গণে ৫৬প্রহরব্যাপী তারাকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান ও অষ্ঠকালীন লীলা র্কীত্তন শুরু হয়েছে। সোমবার (২০মার্চ/২০২২) উদ্বোধনী অনুষ্ঠানে মহানাম যজ্ঞানুষ্ঠানে হরিসংর্কীত্তনে অংশ নেন খুলনার পতিত পাবন সম্প্রদায়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সভাপতি অরুণ সাহা। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক স্বপন এস। বক্তব্য রাখেন অরুন সরকার, প্রণয় কান্তি ধর, সমীর চন্দ্র সাহা, অজিত মোদক, ডা. রঞ্জিত ঘোষ, যুগ্ম সাধারণ সম্পাদ চন্দন এস, সহ যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল, অর্থ সম্পাদক মিন্টু পাল, মন্দির সম্পাদক স্বপন সরকার, সহ মন্দির সম্পাদক সঞ্জয় ঘোষ, দপ্তর সম্পাদক নিখিল রঞ্জন সরকার, প্রচার সম্পাদক দিলীপ সরকার, সহপ্রচার সম্পাদক শ্যামল চন্দ্র সরকার, সাংস্কৃতিক সম্পাদক নিতাই বিশ^াস, অনামিকা সরকার, গোপা রানী দাস প্রমুখ। সাধারণ সম্পাদক স্বপন এস জানান, নামসুধা পরিবেশন করবেন আটপাড়ার জগৎবন্ধু সম্প্রদায়, বারহাট্টার অমৃত বাণী সম্প্রদায়, নড়াইলের হরিনাম মহামন্ত্র সম্প্রদায়, সুনামগঞ্জের বৈষ্ণব সম্প্রদায়, রাজবাড়ীর চন্দ্রাবলী সম্প্রদায়, গোপালগঞ্জের রাধেশ্যাম সম্প্রদায়, গৌরীপুরের গোবিন্দ সম্প্রদায়, লীলা কীর্ত্তন পরিবেশন করেন ঢাকার কিশোর পাল, নওগায়ের বন্ধনা মোহন্ত ও গাইবান্ধার কাকলী ভট্টাচার্য্য।