বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ডৌহাখলা বিট পুলিশের উদ্যোগে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ

প্রকাশিত হয়েছে- শনিবার, ১৭ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ১৭, ২০২০, ৪:১১ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ডৌহাখলা বিট পুলিশের উদ্যোগে শনিবার (১৭ অক্টোবর/২০২০) গৌরীপুর সিএনজি স্টেশনে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ডৌহাখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল হক সরকার। তিনি বলেন, ডৌহাখলা ইউনিয়নকে মাদকমুক্ত করেছি, এ ইউনিয়নের মাদকসেবী, ব্যবসায়ীদের কোন ঠাঁই নাই। ধর্ষণ ও নারী নিপীড়নকারীদেরকেও রুখতে হবে। ঐক্যবদ্ধভাবে সচেতনতা ও সামাজিক আন্দোলনের মাধ্যমে এ ব্যধি থেকে আমাদের নারী সমাজকে রক্ষা করতে হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন আওয়ামী লীগ নেতা মানিক চন্দ্র সরকার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ কাজিম উদ্দিন, গৌরীপুর থানার সাব ইন্সপেক্টর মোঃ আবুল বাসার, এএসআই লিটন চন্দ্র সরকার, ডৌহাখলা ইউনিয়ন পরিষদের সদস্য আবুল কালাম, আব্দুল হাকিম, রবিন্দ্র চন্দ্র সরকার, আব্দুল হাই, সাইদুল ইসলাম, মাসুদ রেজা, ইদ্রিস আলী, আবুল হাসিম, জিয়াউল হক, আবুল কাসেম, হাফেজ আব্দুল কদ্দুছ প্রমুখ।