শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে জামায়াতের সাবেক আমীর সহ গ্রেফতার- ৩ ॥ জিহাদী বই উদ্ধার

প্রকাশিত হয়েছে- সোমবার, ৯ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ৯, ২০২০, ৮:৪৭ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৮ মার্চ/২০২০) গভীররাতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্যোগে ‘মুজিববর্ষের চলমান অনুষ্ঠান নাশকতা করার পরিকল্পনার গোপন বৈঠকে’ পুলিশ অভিযান চালিয়ে উপজেলা শাখার সাবেক আমীর আবু বকর সিদ্দিক (৬৮) সহ ৩ জনকে গ্রেফতার করেছে। পুলিশের দাবি, অন্যরা পুলিশের দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন জানান, রোববার গভীর রাতে উপজেলার ডৌহাখলা ইউনিয়নের সিংজানি গ্রামের মোসলেম উদ্দিনের বাড়িতে জামায়াত-শিবিরের গোপন বৈঠক চলছিলো। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের সাবেক আমীর আমীর আবু বকর সিদ্দিক (৬৮), জামায়াতের কর্মী উপজেলার রামগোপালপুর ইউনিয়নের দামগাও গ্রামের হযরত আলীর দুই ছেলে মোসলেম উদ্দিন (৩২) ও মোতালেব হোসেন (২৮) গ্রেফতার করা হয়েছে। এ সময় অন্যরা পুলিশের দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। তাদেরকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। অফিসার ইনচার্জ (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আসামীদের নিকট থেকে বাংলাদেশ জামাতে ইসলামীর গঠনতন্ত্র, সংগঠনের লিফলেট, জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার আওয়ামী ষড়যন্ত্র, দেশবাসী আহবানে জানিলে প্রচারপত্রসহ জিহাদী বই উদ্ধার করা হয়েছে। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর উজ্জল মিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। তিনি বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।

টি.কে ওয়েভ-ইন