শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে জাতীয় শোক দিবস পালিত

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৬, ২০২২, ১১:২৬ পূর্বাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (১৫ আগস্ট/২০২২) জাতীয় শোক দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচীর মধ্যদিয়ে পালিত হয়েছে। দিবসের শুরুতেই শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ম. নূরুল ইসলামের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ, গৌরীপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র সৈয়দ রফিকুল ইসলামের নেতৃত্বে পৌর আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম ও সাবেক ডেপুটি কমাণ্ডার নাজিম উদ্দিনের নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান ও অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ বাহিনী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন খানের নেতৃত্বে উপজেলা যুবলীগ, সভাপতি উত্তম সরকার ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেনের নেতৃত্বে উপজেলা ছাত্রলীগ। এছাড়াও বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন।
উপজেলা নির্বাহী অফিসার মারুফ হাসানের সভাপতিত্বে পাবলিক হলে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়। বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) মোসা. নিকহাত আরা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রকৌশলী আবু সালেহ মোহাম্মদ ওয়াহেদুল হক, শিক্ষা অফিসার মনিকা পারভীন প্রমুখ।
অপরদিকে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে শোকর‌্যালি, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ, দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, গণভোজ ও আলোচনা সভা ঐতিহাসিক শহীদ হারুণ পার্কে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা ছাত্রলীগের সভাপতি উত্তম সরকার। সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপকমিটির সাবেক সহসম্পাদক মুর্শেদুজ্জামান সেলিম। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, ইউপি চেয়ারম্যান মো. হযরত আলী, আল ফারুক, মো. সালাহ উদ্দিন কাদের রুবেল, এমএ কাইয়ুম, আওয়ামী লীগ নেতা সাদেকুল ইসলাম সেলিম, সাবেক কাউন্সিলর আব্দুর কাদির, যুবলীগ নেতা ওয়াজিদুল ইসলাম কামাল, উজ্জ্বল মিয়া, সাধন সরকার, মোস্তাফিজুর রহমান টিটু, শহিদুল ইসলাম, সোহেল রানা, আব্দুল হান্নান ইনু, হারুন অর রশিদ, হারুন অর রশিদ শবি, শাহ আলম, আতিকুর রহমান নয়ন, সাইদুল ইসলাম, আব্দুল আজিজ চৌধুরী, মানিক মিয়া, তোফায়েল আহমেদ, আব্দুল মোতালেব, আশরাফুল করিম নিউটন প্রমুখ।