বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে অনলাইন প্রতিযোগিতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ আগস্ট, ২০২০
||
  • প্রকাশিত সময় : আগস্ট, ২৯, ২০২০, ৭:৩৫ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত অনলাইনে চিত্রাংকন, কবিতা আবৃত্তি, গানের প্রতিযোগিতা শুক্রবার (২৮ আগস্ট/২০২০) অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় স্কুল-কলেজ ও বিশ^বিদ্যালয়ের পর্যায়ে শিক্ষার্থীরা অংশ নেন।

প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা স্বজনের সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুল কাদির, যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, উপজেলা স্বজনের সহসভাপতি ডাঃ একেএম মাহফুজুল হক, মোঃ আব্দুল মালেক, আব্দুল মান্নান প্রমুখ।

বিচারকের দায়িত্ব পালন করেন আমেরুল মোমেনীন, মোখলেছুর রহমান, বিজন চন্দ্র সরকার, গোপা দাস, শামীমা খানম মীনা। প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন, বঙ্গবন্ধুকে জানো কুইজ পর্বে অংশ নেন সেলিম আল রাজ, মোখলেছুর রহমান, আমিরুল মোমেনীন, চায়না রানী সরকার, মোঃ খায়রুল ইসলাম। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক গ্রুপ কলেজ-বিশ^বিদ্যালয়ের পর্যায়ে প্রথম স্থান চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী তানজিনা আফরিন এ্যানি, দ্বিতীয় স্থান ময়মনসিংহ মহিলা কলেজের শিক্ষার্থী তাসমীম তাসফিয়া হক আরশি, ৩য় স্থান জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ^বিদ্য্যালয়ের শিক্ষার্থী সানজানা তাসনীম তারিন, খ গ্রুপে মাহমুদা আক্তার মুন্নী, তাস্মিম রশিদ অপর্না, রোকাইয়া বিনতে এমদাদ, গ গ্রুপে নাফিস আবিদ খান, এহসানুল হক জারিফ, ফারহান আফসার তাইফ, ঘ গ্রুপে মাহমুদা রহমান মুক্তি, পুলক সরকার টুটুল, ঙ গ্রুপে তোফায়েল আহমেদ আদিব, ফাহিম শাহরিয়ার, রিজবান রিসাদ লামিম, চ গ্রুপে এহসানউল্লাহ আরজু, জুলিয়ন সরকার পুনম, মারইয়াম বিনতে মালেক, ছ গ্রুপে যৌথভাবে ১ম আহনাফ রশিদ তনয়, রিফাহ তাসনিয়া তরী, ২য় কাশফিয়া জাহান তৃপ্তি, মাশাউফি রহমান হুমায়রা, ৩য় তাহমিন ইসলাম আদিব, মোঃ সিয়াম আহনাফ। আবৃত্তিতে আফরিন জান্নাত সূচী, ২য় ফাহিম শাহরিয়ার জয়, যৌথ ৩য় তাহিদুজ্জামান, আবিদ, সংগীতে ফাহিম শাহরিয়ার জয়, তাহিদুজ্জামান, সুহাইমা সামরীন রিশানা।

টি.কে ওয়েভ-ইন