রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৬শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে জাতীয় পাটির সাবেক উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের ২০তম মৃত্যু বার্ষিকী পালিত

প্রকাশিত হয়েছে- সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৭, ২০২০, ১০:২৩ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় পাটির সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী, শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের কলেজ শাখাসহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা নুরুল আমিন খান পাঠানের ২০তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে সোমবার (৭সেপ্টেম্বর/২০২০) স্মরণসভা, কবর জিয়ারত মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক মোঃ আজিজুল হক। বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল হাই খান পাঠান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শহীদুল্লাহ, সহকারী শিক্ষক মোঃ রহমত উল্লাহ, মোঃ দেলোয়ার হোসেন, রামকৃষ্ণ মজুমদার প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক মোঃ আব্দুল হালিম। মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক মাওলানা মোঃ আব্দুল বারী। উপজেলা জাতীয় পাটির সাধারণ সম্পাদক আব্দুল গফুরের নেতৃত্বে পৃথক দোয়া ও পাটির কার্যালয়ে স্মরণসভা অনুষ্ঠিত হয়। ইসলামাবাদ সিনিয়র মাদরসায় দোয়া ও স্মরণ সভায় সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোঃ রুকুন উদ্দিন।
এছাড়াও শাহগঞ্জ স্কুল এন্ড কলেজ, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয় ও তালে হুসেন খান উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়েও পৃথকভাবে স্মরণ সভা ও মিলাদ মাহফিল আয়োজন করে।
নুরুল আমিন খান পাঠান জাতীয় পাটির সদস্য হিসাবে ১৯৮৫সালে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন। ১৯৮৬সনে জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন। এ সময় তিনি জেলা পরিষদের চেয়ারম্যান ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসাবে দায়িত্ব পালন করেন। তিনি উপজেলা সদরে নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়, শাহগঞ্জ সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামাবাদ সিনিয়র মাদরাসা, মুখুরিয়া তালে হুসেন খান উচ্চ বিদ্যালয় স্থাপন ও ১৯৯৫ সনে শাহগঞ্জ স্কুলকে ইন্টারমিডিয়েট কলেজে রূপান্তর করেন। ২০০০সালের এই দিনে শিক্ষানুরাগী রাজনৈতিক ব্যক্তিত্ব নুরুল আমিন খান পাঠান মৃত্যু বরণ করেন।