শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে স্বজনের ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২২, ২০২১, ১০:৫১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শুক্রবার (২২ অক্টোবর/২০২১) নিরাপদ সড়ক চাই দাবিতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে শোভাযাত্রা, মানববন্ধন ও গণসচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচী পালন করে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, সড়কে মৃত্যু রুখতে হলে এখন প্রয়োজন সমন্বিত উদ্যোগ। গাড়ির চালককে সচেতন হতে হবে, চলাচলকারী মানুষকেও আইন মানতে হবে এবং সড়কের অবকাঠামোগত ত্রুটি সংশোধন অতিব জরুরী।
তিনি আরো বলেন, সড়ক নিরাপদ রাখতে বাংলাদেশ পুলিশ বাহিনী রাতদিন কাজ করে যাচ্ছে। নিরাপদ সড়কের জন্য সবাইকে সচেতন হতে হবে। বেপরোয়া গাড়ি চলাচল এবং ট্রাফিক আইন মেনে চলতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর স্বজন সমাবেশের সভাপতি শ্যামল ঘোষ। অনুষ্ঠান সঞ্চালনা করেন গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ ও উপজেলা স্বজন সভাপতি মো. এমদাদুল হক, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, কালিখলা মন্দির কমিটির সাধারণ সম্পাদক শংকর ঘোষ পিলু, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি রমজান আলী মুক্তি, সহকারী অধ্যাপক মোশাররফ হোসেন সোহেল, পৌর স্বজনের সহসভাপতি শফিকুল ইসলাম অপু, মো. খাইরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদিকা সুমনা সফিনাজ লাবণী, স্কুল বিষয়ক সম্পাদক শামীম আনোয়ার, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সদস্য মো. আব্দুর রউফ দুদু, বালিজুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্চিতা ঘোষ, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক তাহমিনা আক্তার, নার্গিস আক্তার, গৌরীপুর ক্লাব ৯৭’র সদস্য মাহমুদা আক্তার লিপি, মো. রফিকুল ইসলাম মঞ্জু, আবু জাফর মো. সাদেক, হাসনাত জাহান প্রমুখ।