শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস শোভাযাত্রা ও আগুন নিভানোর মহড়া

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ১০ মার্চ, ২০২২
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১০, ২০২২, ৫:২৩ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা শাখা) উদ্যোগে বৃহস্পতিবার (১০মার্চ/২০২২) ‘মুজিববর্ষের সফলত দুর্যোগ প্রস্তুতিতে গতিশীলতা’ স্লোগানে শোভাযাত্রা ও ঐতিহাসিক শহিদ হারুণ পার্কে আগুন নিভানোর মহড়া অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। প্রধান অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। স্বাগত বক্তব্য রাখেন উপজেল প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হযরত আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমা-ার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মো. আশরাফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মোজাহিদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন একাডেমিক সুপারভাইজার কমল রায়।