বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২০, ৬:১১ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে গ্রামীণ ব্যাংকের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) উপজেলার অচিন্তপুর শাখা ও গৌরীপুর শাখার উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত হয়। শাখা ব্যবস্থাপক মোশারফ আনিছ, সেকেন্ড অফিসার আবু রায়হান, অফিসার মোঃ মাইন উদ্দিন শাখার সংগ্রামী সদস্যদের (ভিক্ষাবৃত্তি) মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। একই দিনে গৌরীপুর শাখায় ত্রাণ সামগ্রী বিতরণ করেন শাখার ব্যবস্থাপক আবুল হোসেন। মোশারফ আনিছ জানান, উপজেলার ১০টি শাখায় একযোগে সংগ্রামী সদস্য (ভিক্ষাবৃত্তি) প্রায় ৫শ জনকে করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় তাদেরকে ত্রাণ সামগ্রী দেয়া হচ্ছে। প্রত্যেক সদস্য পাচ্ছেন চাল ৩০ কেজি, ডাল ৪ কেজি, তৈল ২ কেজি, আলু ৮ কেজি, পেঁয়াজ ৪ কেজি, লবন ২ কেজি, সাবান ৪টি ও নগদ ৬শ করে টাকা।