শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে গুণীজন সংবর্ধনা ও বিচিত্রা অনুষ্ঠান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
প্রধান প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : মার্চ, ১৪, ২০২৩, ৭:০৫ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩) তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া উপলক্ষ্যে গুণীজন সংবর্ধনা ও বিচিত্রা অনুষ্ঠানের আয়োজন করে। শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘অসম্প্রদায়িক বাংলাদেশে সম্প্রীতির মেলবন্ধন’ শিরোনামে ডিসপ্লে প্রদর্শন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বন পরিবেশন জলবায়ু বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও জেলা পরিষদ সদস্য মোহাম্মদ গোলাম সামদানী খান সুমন। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. আবুল হাশেম। সঞ্চালনা করেন সহকারী প্রধান শিক্ষক মো. মোজাম্মেল হক ও সহকারী শিক্ষক মো. ইমতিয়াজ সুলতান জনি।

অনুষ্ঠানে মূল আলোচক ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ ডা. মো. মতিউর রহমান। অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ শহিদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের অধ্যক্ষ এ কে এম আবদুর রফিক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জায়েদুর রহমান, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল ফারুক, সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন কাদের রুবেল, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মো. মাহমুদুল হাসান, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস সাকুর, ড. মোহাম্মদ রেজাউল করিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছাইফুল ইসলাম, সহরবানু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মঞ্জুরুল হক, লংকাখোলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ান কামরুল হাসান খান কামাল, পাছার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ আরশাদুল হক, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সাইফুল ইসলাম, গিধাউষা হাসান আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহীদুজ্জামান ফকির, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শহিদুল্লাহ, ভূটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম, খলতবাড়ি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আজিজুল হক।