শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ-স্মারকলিপি

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২০ মে, ২০২২
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : মে, ২০, ২০২২, ১১:০৩ অপরাহ্ণ

বাংলাদেশ কৃষক সমিতি ময়মনসিংহের গৌরীপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১৮ মে/২০২২) ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণসহ ৫দফা দাবিতে শহরে বিক্ষোভ মিছিল ও উপজেলা পরিষদ চত্বরে কৃষক সমাবেশ করে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ উপজেলা নির্বাহী অফিসার ও কৃষি অফিসার বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
দাবি সমূহের মধ্যে রয়েছে গৌরীপুরে ইরি-বোরে মৌসুমে ব্রিধান-২৮, ব্রিধান-৮১ রোপন করে ক্ষতিগ্রস্থ কৃষকদের মাঝে ক্ষতিপূরণ প্রদান, কৃষিপণ্যের ন্যায্য মূল্য, কৃষকদের সেচ লাইন মিটারের ব্যবহৃত ইউনিটের অতিরিক্ত ইউনিটের অতিরিক্ত বিল সংশোধন, ধান বিক্রয়ে মহাজনদের ঢলতা প্রথা বাতিল, প্রতিটি ইউনিয়নে খাজনামুক্ত কৃষি বাজার চালুকরণ।
কৃষক সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা শাখার সাধারণ সম্পাদক মোতাহার হোসেন। সভাপতিত্ব করেন গৌরীপুর উপজেলা কৃষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ফকির। বক্তব্য রাখেন সিপিবি’র গৌরীপুর উপজেলার সাধারণ সম্পাদক হারুন আল বারী, গৌরীপুর কৃষক সমিতির যুগ্ম সম্পাদক রিয়াজুল হাসনাত, কৃষক খলিল খান পাঠান, মো. সাইদুল হক, ছাত্র নেতা এনামূল হাসান অনয় প্রমুখ।