শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে কৃষকের দিনভর ধান কাটচ্ছে কৃষকলীগের নেতাকর্মীরা!

প্রকাশিত হয়েছে- বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৩, ২০২০, ৫:০১ অপরাহ্ণ

মোস্তাফিজুর রহমান বুরহান , গৌরীপুর প্রতিনিধি :

ময়মনসিংহের গৌরীপুরে বৃহস্পতিবার (২৩ এপ্রিল/২০২০) কৃষকের দিনভর ধান কেটে দিলো কৃষকলীগের নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী কৃষকরত্ন জননেত্রী শেখ হাসিনা এর নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় কৃষকলীগের সভাপতি সমির চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসূম স্মৃতি এমপির দিকনির্দেশনায় ময়মনসিংহ কৃষকলীগ মাসব্যাপী ধানকাটা কর্মসূচী অংশ হিসাবে এ ধানকাটা কর্মসূচী শুরু করেছেন বলে জানান ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল)।
ময়মনসিংহ জেলা ও উপজেলা কৃষকলীগের কাস্তি হাতে নিয়ে নেতাকর্মীরা সকালে হাজির হন ২নং গৌরীপুর ইউনিয়নের শালীহর গ্রামে। শালীহর ভূইয়াবাড়ির সামনে কৃষক মোঃ আনিছুজ্জামান ভূইয়ার ছিলো তিন বিঘা (প্রায় ৮০শতাংশ) জমিতে পাকা ধান। শ্রমিক সংকটে কিছু অংশ গাছের পাতা পড়ে নষ্টও হয়ে গেছে। এরপর ময়মনসিংহ জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বাবুল (ভিপি বাবুল) নেতৃত্বে নেতাকর্মীরা কাস্তে হাতে নিয়ে কাটতে শুরু করেন। জমির ধান কেটে কৃষকের বাড়িতেও পৌঁছে দেন তারা। জেলা কৃষকলীগের উদ্যোগে অংশগ্রহণকারী নেতাকমীদের খই-কেলনা (একধরনের মিষ্টি) দিয়ে আপ্যায়িতও করেন। ভিপি বাবুল বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষকবান্ধব সরকার। কৃষকলীগের উদ্যোগে জেলার প্রত্যেকটি উপজেলায় কৃষকের সমস্যা সমাধানের জন্য মনিটরিং টিম করা হয়েছে। পাকা ধান নষ্ট হতে দেয়া যাবে না। খবর পেলেই কৃষকলীগের নেতাকর্মীরা ছুটে যাবেন। তার অংশ হিসাবে আজকে এ ধান কাটা হয়েছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ সারের মূল্যহ্রাস করায় এবং ভুর্তুকি মূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান করায়। এবার ধানের বাম্পার ফলন হয়েছে। করোনা ভাইরাসের কারণে ফসলের যেন ক্ষতি না হয়, তার জন্য বিশেষ ব্যবস্থায় শ্রমিকদের যাতায়তের ব্যবস্থা কৃষকের শ্রমিক সংকট লাঘব করেছে।


ধানকাটা কর্মসূচীতে অংশ নেন উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল হাসিম, সাধারণ সম্পাদক মো. মুনসুর আহাম্মদ মিলন। পৌর কৃষকলীগের আহ্বায়ক শাহজাহান, যুগ্ম আহ্বায়ক ফারুক আহাম্মদ, গৌরীপুর ইউনিয়নের সভাপতি মো. আনিছুর রহমান ভূঞা, সাধারণ সম্পাদক মো. ফেরদৌস মিয়া, অচিন্তপুরের সভাপতি মো. কামাল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, সহনাটীর সভাপতি মো. গোলাম মেম্বার, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, রামগোপালপুরের সভাপতি মো. আব্দুল করিম মেম্বার, সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম, ডৌহাখলার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, প্রমুখ।