শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে কাঁদামাটি মাড়িয়ে ধান কাটলো ছাত্রলীগের কর্মীরা

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৭ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৭, ২০২০, ৬:০৮ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে সোমবার (২৭ এপ্রিল/২০২০) উপজেলা ছাত্রলীগের ধানকাটা স্বেচ্ছাসেবক টিম নিয়ে ধান কাটলেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান। উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নের বেকারকান্দা গ্রামের কৃষক মোঃ আতাউর রহমানের কর্দমাক্ত জমির ধান কেটে দেন। ধান কাটা শেষে, মাড়াই, ঝাড়াই এবং বস্তায় ভরে কৃষকের ঘরে ধান পৌঁছে দেন ছাত্রলীগের স্বেচ্ছাসেবক টিম। টিম প্রধান অন্তর খান জানান, রোজা রেখেই ছাত্রলীগের কর্মীরা কৃষকের ফসল বাঁচাতে মাঠে কাজ করছি।
ধানকাটায় অংশ নেন উপজেলা চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, উপজেলা স্বেচ্ছাসেবক লীগৈর সাধারণ সম্পাদক বিআরডিবি’র চেয়ারম্যান মাসুদুর রহমান শুভ্র, উপজেলা ছাত্রলীগ কর্মী অন্তর খান পাঠান, আল মামুন, আশিকুর রহমান, মিজানুর রহমান, ফয়সাল মোমেন খান, জাকির হোসেন, সুমন খান, নূর মোহাম্মদ রাজা, কাজল মিয়া, ইয়াসিন আরাফাত সানী, দীন ইসলাম, ইমন মিয়া, প্রসেনজিৎ নমদাস, আতাউর রহমান, মোশারফ হোসেন, আরিফ মিয়া, সৌরভ মিয়া, রিয়াদ খান, উবায়দুল খান, আনারুল ইসলাম, নাসির খান, ইয়াসিন রহমান, আকরাম বাদশা, সালমান মিয়া, দেলোয়ার হোসেন, আব্দুল্লাহ খান, শাকির মিয়া, জাহিদ হাসান মামুন, মোজাহিদ হোসেন রিকু, মোবারক হোসেন, মাহবুবুর রহমান। এ কর্মসূচীর নেতৃত্ব দেন উপজেলা ছাত্রলীগ কর্মী অন্তর খান পাঠান। তিনি জানান, ধানকাটার জন্য ছাত্রলীগের একটি স্বেচ্ছাসেবক টিম করা হয়েছে। আমরা ফটোসেশন নয়, ধান কেটে অসহায় কৃষকের ঘর পর্যন্ত ধান পৌঁছে দিচ্ছি।