শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে করোনা ভাইরাস সতর্কতায় হাত ধোয়া কর্মসূচী

প্রকাশিত হয়েছে- শনিবার, ২১ মার্চ, ২০২০
||
  • প্রকাশিত সময় : মার্চ, ২১, ২০২০, ৭:০৭ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুরে ‘করোনা ভাইরাস’ সতর্কতায় শনিবার (২১মার্চ/২০২০) রেলওয়ে জংশনে যাত্রী ও পথচারীদের জন্য হাত ধোয়া কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান। এ সময় তিনি, করোনা ভাইরাস থেকে নিজে বাঁচুন, পরিবার আর দেশকে বাঁচান উল্লেখ করে সকল প্রবাসীদের নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান। গৌরীপুর পৌরসভার কাউন্সিলার আব্দুল কাদিরের উদ্যোগে এ কর্মসূচী চালু করা হয়। তিনি জানান, আমরা বাঁচতে চাই- সমাজের প্রত্যেকটি মানুষকে বাঁচাতে এ কর্মসূচী অব্যাহত থাকবে। এছাড়াও তিনি শহরের বিভিন্ন স্থানে প্রচারপত্র বিতরণ করেন। অনুষ্ঠানে করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মোঃ কামাল হোসেন, পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রউফ মোস্তকীম প্রমুখ। শহরের ২১টি স্থানে দাঁড়িয়ে স্বেচ্ছাসেবক আজিবুল হাসান, শামীম খান, আকাশউর রহমান, নাহিদ পারভেজ উৎপল, সোহাগ হাসান, জাহিদ মিয়া, নুরুল আমিন বাবলু, আবুবক্কর সিদ্দিক, মোঃ দুলাল মিয়া, পাভেল আহমেদ বাপ্পীও লিফলেট বিতরণ করেন।

টি.কে ওয়েভ-ইন