শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে করোনা আক্রান্ত প্রথম রোগী সনাক্ত!

প্রকাশিত হয়েছে- বুধবার, ১৩ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ১৩, ২০২০, ১১:০৩ অপরাহ্ণ

মোখলেছুর রহমান :

ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (১৩ মে/২০২০) করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগী সনাক্ত হয়েছে। তার বাড়ি উপজেলার ভাংনামারী ইউনিয়নে। তিনি ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কিনারম্যান, বয়স-৩২।
গৌরীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম জানান, ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গত ৫ মে তার নমুনা সংগ্রহ করেন। বুধবার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল করোনা ইউনিটের দেয়া ফলাফলে তার করোনা ভাইরাস পজেটিভ আসে। বর্তমানে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশানে নেয়া হয়েছে। তার শরীরে বর্তমানে কোন উপসর্গ নেই।
সংক্রমন প্রতিরোধ কমিটির সভাপতি ইউএনও সেঁজুতি ধর জানান, তার পরিবারের কারো কোন উপসর্গ নেই। তাই তাদেরকে ১৪দিন হোমকোয়ারন্টিনে রাখা হয়েছে। তাদের পরিবারের সদস্যদেরও নমুনা সংগ্রহ করার ব্যবস্থা নেয়া হয়েছে।
এদিকে গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে বুধবার পর্যন্ত ১০০জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। তাদের মধ্যে ৮৫জনের রেজাল্ট এসেছে নেগেটিভ। বিষয়টি নিশ্চিত করেন সংক্রমন প্রতিরোধ কমিটির সদস্য সচিব ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম