শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে কওমী শিক্ষার্থীদের ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন

প্রকাশিত হয়েছে- শনিবার, ২৯ জানুয়ারি, ২০২২
শফিকুল ইসলাম অপু || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৯, ২০২২, ৬:৪৬ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (২৯ জানুয়ারি/২০২২) আনুষ্ঠানিকভাবে কওমী মাদরাসার শিক্ষার্থীদের করোনা প্রতিরোধক ভ্যাকসিন কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কওমী জননী, সন্তানদের জীবন রক্ষার জন্যে তিনি উপহার পাঠিয়েছেন। করোনাকালীন দুর্যোগ মোকাবিলায় কওমী শিক্ষার্থীদের মাঝে সেই উপহার (ভ্যাকসিন) প্রদান শুরু হয়েছে। ইনশাল্লাহ, এ দুযোর্গ থেকে আল্লাহ আমাদের হেফাজত করবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। তিনি বলেন, জেলার মধ্যে প্রথমপর্যায়ে গৌরীপুরে এ কর্মসূচী শুরু হলো। দেশের প্রত্যেকটি মানুষ ভালো থাকুক, সেই জন্য সরকার সর্বোচ্চ চেস্টা চালিয়ে যাচ্ছেন। আপনারাও সহযোগিতা করুন। আরো বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলিস্ট ইপিআই মো. রফিকুল ইসলাম খান, বিভিন্ন মসজিদ ও মাদরাসার পক্ষে মাওলানা আব্দুল হান্নান, হাফেজ মাওলানা মো. আতাহার আলী, মাওলানা মো. বেলাল হুসাইন, মাওলানা ফরিদ আহমাদ, হাফেজ মাওলানা মুফতি আবু জিনাত, হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লাহ, মাওলানা নূরুল্লাহ, মাওলানা আশিকুর রহমান, হাফেজ মাওলানা মুফতি মঞ্জুরুল হক, মাওলানা সাখাওয়াত হোসেন, মুফতি জুনাইদ হুসাইন, মাওলানা মাসউদ, হাফেজ ইমরান প্রমুখ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলিস্ট ইপিআই মো. রফিকুল ইসলাম খান জানান, ২হাজার ৯০৪জনের মাঝে ভ্যাকসিন দেয়া হয়েছে। এ কর্মসূচী অব্যাহত থাকবে।