বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে এ্যাডরা বাংলাদেশের উদ্যোগে ৮শ পরিবার পেলো আমের চারা আর কভিড-১৯ সুরক্ষা সামগ্রী

প্রকাশিত হয়েছে- বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ২, ২০২০, ৫:১৫ অপরাহ্ণ

প্রধান প্রতিবেদক :
এ্যাডরা বাংলাদেশ এর কমিউনিটি এম্পাওয়ারমেন্ট প্রজেক্টের অধিনে ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (০২ সেপ্টেম্বর/২০২০) কভিড-১৯ সুরক্ষার জন্য ৮শ পরিবারকে সাবান, মাস্ক, লিফলেট ও ২টি তরে আ¤্রপলি গাছের চারা বিতরণ অনুষ্ঠিত হয়।

উপজেলার বোকাইনগর ও রামগোপালপুর ইউনিয়নের ভবানীপুর, দামগাঁও, মইলাকান্দা ও গৌরীপুর সদর ইউনিয়নের ইছুলিয়া, ডৌহাখলা ইউনিয়নের নন্দীগ্রাম, মরিচালী, সিংজানী, চুড়ালী, সহনাটী ইউনিয়নের পাছার, সুনামপুর, অচিন্তপুর ইউনিয়নের খালিজুড়িতে চারা ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়ল প্রজেক্ট ম্যানেজার বাবুল সি গোমেজ, সুপারভাইজার ইসমাইল হোসেন, কমিউনিটি ডেভেলাপমেন্ট অর্গানাইজার দুলাল মিনজী, সুমাইয়া আক্তার সুমী, তন্ময় রায়, সুব্রত সরকার, নাদিমুল হাসান, তানজিনা তাবাসসুম, হাওয়া আক্তার, শিখা দেবনাথ, হাফিজা খাতুন, কমিউনিটি ওয়ার্কার লাজিতা চাম্মু গং, কানিজ ফাতেমা, সোমা দে, দিপালী দাস, লিমা আক্তার, প্রশিক্ষক নাসরিন আক্তার, রোকসানা আক্তার প্রমুখ।

টি.কে ওয়েভ-ইন