বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে একাধিক হত্যা মামলার আসামী আজিজুলের লাশ উদ্ধার

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : আগস্ট, ১৯, ২০২২, ৮:৪৭ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মইলাকান্দা ইউনিয়নের টাঙ্গুয়া-লামাপাড়া ব্রিজের নিচে লামাপাড়া খাল থেকে শুক্রবার (১৯ আগস্ট/২০২২) একাধিক হত্যা মামলার আসামী আজিজুল ইসলাম ওরফে আজিজ ডাকাতের লাশ উদ্ধার করেছে গৌরীপুর থানা পুলিশ। তিনি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলার জালশুকা গ্রামের আব্দুল কাদিরের পুত্র। লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী।
তিনি জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে শ^াসরুদ্ধ করে তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের মূল রহস্য জানা যাবে।
অপরদিকে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম জানান, আজিজুল ইসলাম এলাকায় আজিজ ডাকাত নামে পরিচিত। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় জোড়াখুনের মামলা, পূর্বধলায় যুবলীগ নেতা মহন হত্যা মামলা, চাঁদাবাজি মামলাসহ একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আজিজুলের পরিবার রাত সাড়ে ৩টায় নিখোঁজের বিষয়টি মৌখিকভাবে থানায় অবহিত করে। তাৎক্ষনিক আজিজুলের মোবাইল ফোনের নাম্বার পুলিশের ডিজিটাল তদন্ত বিভাগে প্রেরণ করা হয়। নিহতের ছোট ভাইকে রাতেই লিখিত অভিযোগ দিতে বলা হয়। তারপরে আর কেউ আসেনি।
নিহতের ছোট ভাই আমিরুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১ টার পর থেকে তার ভাইয়ের সঙ্গে আর কোনো যোগাযোগ হয়নি। সকালের নিজের গরুর খামারের গরু ধৌত করার ও গরুর খাবার দিয়ে বাড়ি থেকে বেড়িয়ে যায়। তার মোবাইল ফোন বন্ধ পেয়ে তার সন্ধানে আত্মীয়-স্বজনের বাড়ি ও এলাকার বিভিন্ন স্থানে খোঁজ-খবর নেয়া হয়।
অপরদিকে আজিজ ডাকাতের মৃত্যুর খবরটি পড়িয়ে পড়লে উৎসুক জনতার ভিড় জমে উঠে লামাপাড়া-টাঙ্গুয়া ব্রিজে। তার মৃত্যুতে এলাকায় স্বস্তি ফিরে এসেছে।