বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৯শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে একরাতে পিতা-পুত্র, মা-ছেলেসহ ১৭ আসামী গ্রেফতার!

প্রকাশিত হয়েছে- বুধবার, ২১ অক্টোবর, ২০২০
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ২১, ২০২০, ৯:২৭ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে বুধবার (২১ অক্টোবর/২০২০) ভোরে অভিযান চালিয়ে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ১৭জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে পিতা-পুত্রসহ ৪জন, দুইপুত্রসহ মা অপর ঘটনায় ৩ভাই রয়েছে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, বুধবার ভোরে ৪টি এলাকায় এক সঙ্গে অভিযান চালিয়ে মারামারি, হামলা-ভাংচুর, লুটপাটের ৪টি মামলার ওয়ারেন্টভুক্ত ১৭জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা হলেন উপজেলার মাওহা ইউনিয়নের চল্লিশা কড়েহা গ্রামের মৃত রব্বানীর পুত্র আজিবুর রহমান (২৫), মজিবুর রহমান (৩৫), কামরুল ইসলাম (৪০) তাহের উদ্দিনের পুত্র আইনুল হক (২৫), এনামুল হক (৩০), মৃত আব্দুল হাইয়ের পুত্র মোঃ আঃ সাত্তার (৫০), বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ী এলাকা থেকে সুরুজ আলীর পুত্র মোঃ রতন মিয়া (৪০), মোঃ রিপন মিয়া (৩৫), স্ত্রী খোদেজা বেগম (৫৮), অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া এলাকা থেকে মৃত জাহের আলীর পুত্র মোঃ মিন্টু মিয়া (৩০), মোঃ তারা মিয়া (৩৫), আবুল কালাম (৩৩), বোকাইনগর ইউনিয়নে স্বল্পপশ্চিমপাড়ার মৃত হাসেন আলীর পুত্র মোঃ মোস্তাকিম (২৭), আব্দুস সাত্তারের পুত্র মোঃ আরশাদুল (২২), সিরাজুল ইসলাম (২০), মোঃ আশিকুল ইসলাম (১৬), মৃত জিলফত খা’র পুত্র আব্দুস সাত্তার (৫০)।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন আরো জানান, ওয়ারেন্টভুক্ত আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। শান্তি শৃঙ্খলা রক্ষার স্বার্থে আমরা এ অভিযান পরিচালনা করছি। তিনি এ সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করছি।
এদিকে মেয়র পদে সম্ভাব্য প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্রকে নিয়ে বিক্ষোভ মিছিল, সমাবেশসহ নানা আন্দোলন অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য দিনরাত শহরে পুলিশ মোতায়েন রাখতে হয়েছে। এর ফাঁকেও গৌরীপুর থানা পুলিশের এ অভিযানে এলাকাবাসী বিস্মৃত! অচিন্তপুর ইউনিয়নের ফুলবাড়িয়া গ্রামের আব্দুল মতিন জানান, পুলিশ ব্যস্ত এটা ভেবেই সবাই বাড়িতে নিচিন্তে ঘুমাচ্ছিলো।