সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাবেক প্রধান শিক্ষক হাজী শামছুল হক আর নেই

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ ডিসেম্বর, ২০২০
||
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ১২, ২০২০, ১১:৪৫ অপরাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি হাজী শামছুল হক (৭৩) বৃহস্পতিবার (১০ ডিসেম্বর/২০২০ ) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীনে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)। তিনি নহাটা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সাবেক সহসভাপতি ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। মৃত্যু স্ত্রী, ৪ ছেলে ২ মেয়ে, নাত-নাতীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ফখরুল ইমাম এমপি, গৌরীপুর উপজেলা জাতীয় পাটির সভাপতি শামছুজ্জামান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাংলাদেশ শিক্ষক সমিতি গৌরীপুর শাখার সভাপতি মোঃ ছাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান অনুরূপ শোকবার্তা প্রেরণ করেন।
শুক্রবার (১১ ডিসেম্বর/২০২০) সকাল ১১টায় মরহুমের নামাজের জানাযা নহাটা উচ্চ বিদ্যালয় মাঠে ও পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন হয়।


জানাযা পূর্ব আলোনাচনায় মরহুমের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন কেন্দুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরুল ইসলাম, গৌরীপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রমিজ উদ্দিন স্বপন, উপজেলা জাতীয় পার্টি সভাপতি শামছুজ্জামান জামাল, সাধারণ সম্পাদক আব্দুল গফুর, সাংগঠনিক সম্পাদক জহিরুল হুদা লিটন, বিএসসি, শিক্ষক সমিতির সাবেক সভাপতি আব্দুল হাই খান পাঠান, বর্তমান সভাপতি মোঃ ছাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান, নহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদউল্লাহ, মাওহা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, নহাটা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ মিয়া অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল লতিফ, প্রাক্তন ছাত্র এ্যাডভোকেট মোঃ কাজল মিয়া, সাজ্জাতুল ইসলাম সাজ্জাত, মরহুমের পুত্র মোঃ সেলিম মিয়া প্রমুখ। মরহুমের মরদেহে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন উপজেলা জাতীয় পার্টি, শিক্ষক-ছাত্রসহ বিভিন্ন সংগঠন।