শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবসে ১১ শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবককে সংবর্ধনা

প্রকাশিত হয়েছে- সোমবার, ৫ ডিসেম্বর, ২০২২
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৫, ২০২২, ৮:৫৯ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও রক্তদান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে সোমবার (৫ ডিসেম্বর/২০২২) মানবিক কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ১১জনকে শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক সম্মাননা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংবর্ধিতরা হলেন গোপা দাস, শামীমা খানম মীনা, অনামিকা সরকার, আশিকুর রহমান রাজিব, শামীম আনোয়ার, জাহিদ হাসান লিখন, সুস্মিতা তাহসিন শৈলী, মৌসুমি আক্তার রিনি, রমজানুর রহমান নাজিম, ফাহামিদা মারজান জিবা, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সেলিম আল রাজ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। তিনি বলেন, স্বেচ্ছাসেবক দিবসটাই মনে হয় এ সংগঠনের জন্য জন্ম হয়েছে। কেননা এ সংগঠনের প্রত্যেকটি মানুষ, মানুষের জন্য কাজ করে। তারা সবাই প্রকৃত স্বেচ্ছাসেবী।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল গফুর, গৌরীপুর পৌরসভার কাউন্সিলর দিলুয়ারা আক্তার, গৌরীপুর গণপাঠাগারের নির্বাহী পরিচালক আমিরুল মোমেনীন, লাটুরপয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. রুহুল্লাহ, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, সাংবাদিক মোস্তাফিজুর রহমান বুরহান, ক্লাব ৯৭ গৌরীপুরের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহমুদা আক্তার লিপি, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের কমিটির অন্যরা হলেন সহসভাপতি ইমন আহমেদ, তপু রায়হান, সাইফুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাব্বি, অর্থ সম্পাদক সায়েফ আহমেদ, সহ-দপ্তর সম্পাদক সানজিদা মীম, প্রচার সম্পাদক তাসাদদুল করিম, সাংস্কৃতিক সম্পাদক শামীম হাসান, সহ-সাংস্কৃতিক সম্পাদক আরিফ সোহাগ, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক নাজমুন নাহার, শিক্ষা ও মানব কল্যাণ সম্পাদক অরপিতা কবীর, মহিলা সম্পাদিকা মাসুমা আক্তার প্রমুখ।