সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৫ নভেম্বর, ২০২২
মোস্তাফিজুর রহমান বুরহান || স্টাফ রির্পোটার
  • প্রকাশিত সময় : নভেম্বর, ২৫, ২০২২, ৬:৪৪ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশ ও বাংলাদেশ মহিলা পরিষদের যৌথ উদ্যোগে শুক্রবার (২৫ নভেম্বর/২০২২) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সভায় সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা সদস্য ও উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা। সঞ্চালনা করেন গৌরীপুর মহিলা পরিষদের সভাপতি নাদিরা জামান পান্না। প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী। বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা পরিষদ ময়মনসিংহ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মরিয়ম বেগম, লিগ্যাল এইড সম্পাদক নাসরিন রহমান, গৌরীপুর মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মমতাজ বেগম, গৌরীপুর পৌরসভার কাউন্সিলল দিলুয়ারা আক্তার, সাবেক কাউন্সিলর শিউলী চৌধুরী, কবি অনামিকা সরকার, সাবেক মেম্বার আছিয়া খাতুন, সাংস্কৃতিক সম্পাদক গোপা দাস, স্বজন লুৎফা বেগম, শামছুন্নাহার মুক্তা, মাহমুদা আক্তার লিপি, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের সদস্য পান্না চৌধুরী, শেফালী বেগম, ২নং গৌরীপুর ইউনিয়ন পরিষদের সদস্য রেজিয়া খাতুন, মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সদস্য সেলিনা, বালুয়াপাড়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুমনা সফিনাজ লাবনী, দি চাইল্ড ব্লোজম কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক নার্গিস আক্তার, সাংবাদিক মো. রইছ উদ্দিন, মোস্তাফিজুর রহমান বুরহান, আশিকুর রহমান রাজীব, শামীম আনোয়ার প্রমুখ।