সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে আইসিটি প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ

প্রকাশিত হয়েছে- রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
সেলিম আল রাজ || স্টাফ রিপোর্টার
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৩১, ২০২১, ৭:৩৭ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুর উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ভবনে রবিবার ৩১ অক্টোবর/২১ বেসিক আইসিটি বিষয়ক প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

ড. এম. আর. করিম উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ট্রেইনার গৌতম চন্দ্র রায় এর সঞ্চালনায় উপজেলা একাডেমিক সুপারভাইজার কমল কুমার রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. সাইফুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন গৌরীপুর টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের ট্রেইনার প্রভাষক মোহাম্মদ হামিদুর রহমান আলাল, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, বন পলাশীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল হক সরকার, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমতিয়াজ সুলতান জনি, শিবপুর এল.এফ. আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবু রায়হান।

বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) কর্তৃক আয়োজিত ২০২১-২২ অর্থ বছরে গৌরীপুর উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (ইউআইটিআরসিই) ভবনে বেসিক আইসিটি বিষয়ক পনেরো দিনব্যাপী প্রশিক্ষণ কোর্সের সমাপনী দিনে ১ম ব্যাচে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. মোস্তাকিম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মো. সেলিম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. রাকিবুল হাসান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক মো. রাইসুল ইসলাম, সমাজকর্ম বিভাগের প্রভাষক শামীমা আক্তার, মনোবিজ্ঞান বিভাগের মো. শাহজাহান সিরাজ, তালে হোসেন খান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমতিয়াজ সুলতান জনি, শিবপুর এল ইউ আলিম মাদরাসার সহকারী শিক্ষক আবু রায়হান, শাহগঞ্জ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকরী শিক্ষক মো. কামরুল ইসলাম, মনাটি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাজেদা খাতুন, বেতান্দর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুস সামাদ। তারাকান্দা উপজেলা থেকে বেসিক কোর্সে অংশগ্রহণ করেন বনপলাশিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল হক সরকার, বাট্টা মিলন বহুমূখী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কামাল উদ্দিন, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শফিকুল আলম, চাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু সাঈদ আকন্দ, মো. মফিদুল ইসলাম, মো. সাইফুল ইসলাম, ধলীরকান্দা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজরুল ইসলাম, শাহ শহীদ সারোয়ার মডেল বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফিরোজ্জামান সরকার, আশি^য়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ আলী এবং সুরুজ আলী সরকার।