সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

প্রকাশিত হয়েছে- শনিবার, ১২ নভেম্বর, ২০২২
নিজস্ব প্রতিবেদক || দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : নভেম্বর, ১২, ২০২২, ১০:২১ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে শনিবার (১২ নভেম্বর/২০২২) প্রেসক্লাবের সভাকক্ষে বেসরকারি উন্নয়ন সংস্থার অন্যচিত্র উন্নয়ন সংস্থার উদ্যোগে এসোসিয়েশন ফর ল্যান্ড রাইটস এন্ড ডেভেলপমেন্টের সহযোগিতায় বিশ্ব খাদ্য দিবস উদযাপন উপলক্ষে ‘সংকট ও নাগরিকদের করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
‘কাউকে পশ্চাতে রেখে নয়, ভালো উৎপাদনে উত্তম পুষ্টি, সুরক্ষিত পরিবেশ এবং উন্নত জীবন’ প্রতিপাদ্য বিষয়ের আলোকে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যচিত্র উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা সভাপতিত্ব করেন। সঞ্চালনা করেন ইমন সরকার। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, সানের পরিচাল ওবায়দুর রহমান, গৌরীপুর মহিলা ডিগ্রী (অনার্স) কলেজের প্রভাষক সেলিম আল রাজ।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও হাসান মারুন বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক এক ইঞ্চি জমিও যাতে অনাবাদী না থাকে সে লক্ষ্যে আমাদের একসাথে কাজ করতে হবে। মানুষ বাড়ছে, বাড়ছে খাদ্যের চাহিদা, তা পূরণের লক্ষে কাজ করতে হবে।