শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরের স্বজন সোবাইতা দাখিল পরীক্ষায় মাদরাসা বোর্ডে ১২তম!

প্রকাশিত হয়েছে- সোমবার, ২৩ জানুয়ারি, ২০২৩
তাসাদদুল করিম || ওয়েব ইনচার্জ, দৈনিক বাহাদুর
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ২৩, ২০২৩, ৮:১৭ অপরাহ্ণ

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডে মেধাতালিকায় ১২তম স্থান অর্জন করেছে স্বজন আফিফা সোবাইতা। ২০২২সনে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় ১৪শ নাম্বারের মধ্যে ১২৭৮নাম্বার পেয়ে এ কৃতিত্ব অর্জন করে। সে ময়মনসিংহের গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হকের ভাগ্নি ও স্বজন সাখিন আক্তারের কন্যা।

সে তানজিমূল উম্মা আলিম মাদ্রাসা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধিনে ২০২২সনে দাখিল পরীক্ষা অংশ নেয়।
সে আততাহজিব মাদরাসা নিকুঞ্জ শাখা থেকে জেডেসি পরীক্ষায় অংশ নিয়ে জিপিএ- ৪.৯৮ ও একই মাদরাসা থেকে ৫ম শ্রেণির সমাপনি পরীক্ষা জিপিএ-৫সহ ট্যালেন্টপুলে বৃত্তি অর্জন করে। সে ময়মনসিংহের ঈশ^রগঞ্জ উপজেলার মগটুলা ইউনিয়নের বৈরাটি গ্রামের অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা মো. আজিজুল হক ও রোজি ফ্লাওয়ার বধির শিশুদের সমন্বিত প্রাক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সাখিন আক্তারের কন্যা। সে সমাজ সচেতন আলোকিত মানুষ হতে সবার দোয়া প্রত্যাশী।

মাদ্রাসা বোর্ডে এবার দাখিল পরীক্ষার্থী ছিল ২ লাখ ৬০ হাজার ১৩২ জন, যাদের মধ্যে পাশ করেছে ২ লাখ ১৩ হাজার ৮৮৩ জন। মাদ্রাসায় দাখিলে এবার পাশ করেছে ৮২ দশমিক ২২ শতাংশ। মাদ্রাসায় এবার জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৪৫৭ জন।