সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরের ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মুক্তিযোদ্ধা ডাঃ এম. এ সোবহানের ৯ম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত হয়েছে- বুধবার, ৩ জুন, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুন, ৩, ২০২০, ১২:০৮ পূর্বাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরের বর্ষীয়ান রাজনীতিবিদ, ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, গৌরীপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডাঃ এম. এ সোবহানের ৯ম মৃত্যুবার্ষিকী বুধবার (৩জুন/২০২০)। তিনি ১৯৬৯ সালের গণঅভ্যুত্থান, ১৯৭০সালের নির্বাচনে বলিষ্ট ভূমিকা রাখেন। ১৯৭১সালের মুক্তিযুদ্ধের সংগঠক হিসাবে মহান স্বাধীনতা সংগ্রামে ঝাঁপিয়ে পড়েন। তিনি বঙ্গবন্ধুর ডাকে প্রতিটি কর্মসূচী পালনে ছিলেন নিবেদিত এক প্রাণ। ভাষা আন্দোলন ও বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি করতে গিয়ে কয়েকবার কারাভোগ করেন। বাংলাদেশ আওয়ামী লীগ, গৌরীপুর উপজেলার শাখার কয়েকবার সভাপতির দায়িত্ব পালন করেন। মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার নির্বাচিত হন। তাঁর মৃত্যুবার্ষিকী উপলে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, মুক্তিযোদ্ধার সন্তান কমান্ডের উদ্যোগে কুরআনখানি, মিলাদ মাহফিল, স্মরণ সভা এবং পরিবারের প থেকে মসজিদে মসজিদে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। উপজেলা চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান জানান, দলীয় কার্যালয়ে স্মরণসভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।