শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরের ভাষা সৈনিক এম.সি.এ হাতেম আলী মিয়ার ১৫তম মৃত্যুবার্ষিকী

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ এপ্রিল, ২০২০
||
  • প্রকাশিত সময় : এপ্রিল, ২৬, ২০২০, ১২:৪১ পূর্বাহ্ণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এম.সি.এ মুক্তিযুদ্ধের সংগঠক ভাষা সৈনিক সাংবাদিক হাতেম আলী মিয়ার ১৫তম মৃত্যু বার্ষিকী বুধবার (২৬এপ্রিল/২০২০)।
তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে সংক্ষিপ্তকারে হাতেম আলী মিয়া স্মৃতি সংসদের উদ্যোগে স্মরণসভা ও আলোচনা, বিশেষ দোয়া, কবর জিয়ারত, ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি কৃষক প্রজা পাটির মাধ্যমে রাজনীতিতে প্রবেশ করেন। পাকিস্তান আন্দোলন, ১৯৪৮সালের ভাষা আন্দোলন, ১৯৭১’র মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা পালন করেন। মুসলিম সরকারের বিরুদ্ধে বক্তৃতা করায় ১৯৫৩সালে কারারুদ্ধ হন। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসাবে ১৯৭০এর নির্বাচনে বিজয়ী হন। তিনি ইয়োত্থ ক্যাম্পের পরিচালক ছিলেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অত্যন্ত অনুগত সহচর ছিলেন। তিনি দীর্ঘদিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন। তাঁর ১৫তম মৃত্যুবার্ষিকীতে পরিবারের পক্ষ থেকে সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন।