সোমবার, ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৭শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গৌরীপুরে ৩চেয়ারম্যানসহ আটক-৪ : সংঘর্ষে দুই সাংবাদিক আহত

প্রকাশিত হয়েছে- শনিবার, ৩০ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৩০, ২০২১, ৪:০১ অপরাহ্ণ
নিজস্ব প্রতিবেদক :
তৃতীয় দফায় ময়মনসিংহের গৌরীপুরের পৌরসভা নির্বাচনে ব্যালট ছিনতাই অভিযোগে তিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যাসহ চারজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (৩০ জানুয়ারী) বেলা ১২টার দিকে গৌরীপুর সরকারী কলেজ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন, রামগোপালপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, অচিন্তপুর ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল ইসলাম অন্তর, সহনাটি ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান দুলাল আহমেদ ও ছাত্রলীগ নেতা কাউসার মিয়া।
বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাহী ম্যাজিস্ট্যাট মাইদুল ইসলাম। তিনি বলেন, ব্যালট পেপার ছিনতাইয়ের সময় চারজনতে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে বেলা ১টার দিকে শেখ লেবু স্মৃতি পৌল প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সতন্ত্র ও আওয়ামি লিগ দলীয় প্রার্থীর সমর্থকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ছবি তুলতে গেলে  দুবৃত্ত্বদের হামলায় এনটিভি ক্যামেরাম্যান মাসুদ ও একাত্তর টিভির ক্যামেরাম্যান জামান আহত হয়। এনিটিভির ক্যামেরা সম্পুর্ন ভেংগে যায়। মারাত্বক আহত মাসুদ কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।