শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

গাছের সাথে শত্রুতা

প্রকাশিত হয়েছে- শনিবার, ৯ অক্টোবর, ২০২১
||
  • প্রকাশিত সময় : অক্টোবর, ৯, ২০২১, ৯:০৯ অপরাহ্ণ
 ময়মনসিংহের তারাকান্দায় গাছের সাথে শত্রুতা করে তিন শতাধিক বিভিন্ন জাতের গাছের চারা কাটিয়া ভাঙ্গিয়া ও তুলে নিযে প্রতিপক্ষরা ব্যাপক ক্ষতি করেছে বৃদ্ধা জোহরা খাতুনের।
জানা গেছে, উপজেলার বিসকা ইউনিয়নের কুঠুরাগাও গ্রামের মৃত জালাল উদ্দিনের স্ত্রী জোহরা খাতুন (৫০) স্বামীর রেখে যাওয়া ভূমির মধ্যে ২৩ শতাংশ দখলীয় ভূমিতে ১০/১৫ দিন পৃর্বে বিভিন্ন জাতের তিনশতাধিক গাছের চারা রোপণ করেন।
জহুরা খাতুন জানান,গত বৃহস্পতিবার দুপুরে তার ভাসুর জয়নাল ও দেবর রবি মিয়া সহ ৮/৯ জন  প্রকাশ্য দিবালোকে জোহরা খাতুনের রোপিত বাগানে প্রবেশ করিয়া তিন শতাধিক গাছের চারা কাটিয়া ভাঙ্গিয়া ও তুলে নিয়ে যায়।
এ ব্যাপারে জহুরা খাতুন বাদী হয়ে ৯ জনের নামে তারাকান্দা থানা লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা ও তারাকান্দা থানার এ এসআই আল নোমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিসাধনের স্বাক্ষ্যপ্রমাণা নিয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।