বৃহস্পতিবার, ৯ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৬শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১লা জিলকদ, ১৪৪৫ হিজরি

খাসিবাজি ফুটবল প্রতিযোগিতা : বাবার বিপক্ষে মাঠে নামে তিন ছেলে!

প্রকাশিত হয়েছে- শুক্রবার, ২৯ মে, ২০২০
||
  • প্রকাশিত সময় : মে, ২৯, ২০২০, ১১:১৮ অপরাহ্ণ

ক্রীড়া প্রতিবেদক :

করোনা ভাইরাস মুক্ত গৌরীপুরে অন্যরকম ঈদ উদযাপনে ঈদের পরেরদিন মঙ্গলবার (২৬ মে/২০২০) ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সতিষা গ্রামে অনুষ্ঠিত হয় বিবাহিত একাদশ বনাম অবিবাহিত একাদশের মাঝে খাসিবাজি ফুটবল প্রতিযোগিতা। খেলায় আকর্ষণ ছিলো বিবাহিত দলে নেকবর আলী আর অবিবাহিত দলে ছিলো তার তিনপুত্র, বিবাহিত দলে মামা-অবিবাহিত দলে ভাগ্নে, ভাইয়ে ভাইয়ে খেলা। উৎসব খেলা দেখতে উৎসুক জনতার মাঝে ছিলো পরিবারের আত্মীয়-স্বজন ও গ্রামের বধূরাও।
খেলায় বিবাহিত একাদশকে ৪-০ গোলে হারায় অবিবাহিত একাদশ। খেলা পরিচালনা করেন যুগান্তর স্বজন সমাবেশের ক্রীড়া সম্পাদক ফুটবলার মোয়াজ্জেম হোসেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মোঃ রইছ উদ্দিন, ব্যাংক কর্মকর্তা মোঃ নছর উদ্দিন, পৌরসভার কার্যসহকারী আবুহেনা মোস্তফা কামাল রিপন, মসজিদ কমিটির সভাপতি মোঃ রফিক উল্লাহ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু প্রমুখ।
বিবাহিত একাদেশ মাঠে নামেন মোঃ নেকবর আলী, মোঃ উজ্জল মিয়া, মোঃ ইজ্জত আলী, ইদ্রিছ আলী লিটন, মোঃ দুলাল মিয়া, আব্দুর রহমান, আজমত আলী, ইছমত আলী, আসমত আলী, রফিকুল ইসলাম, মোঃ নেকবর আলী, সুমন মিয়া। অবিবাহিত একাদশে অংশ নেয় ফয়সাল আহাম্মেদ, মোঃ মিলন মিয়া, মোঃ আব্দুল কাইয়ুম, আমিরুল ইসরাম, মেহেদি হাসান, ফয়জুর রহমান, আমিরুল ইসলাম, হৃদয় মিয়া, রমজান আলী, মিজান মিয়া, সুজন মিয়া, হাদিস মিয়া, রহিস উদ্দিন, রাসেল মিয়া।