মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

ক্ষণিকের অতিথি- মোখলেছুররহমান

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ১২ জানুয়ারি, ২০২১
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১২, ২০২১, ৬:৩৬ অপরাহ্ণ

ক্ষণিকের অতিথি
মোখলেছুর রহমান

হে তিথি,
ক্ষণিকের অতিথি,
কালো রাত্রির মতো তুমি আমাদের
অন্ধকারে রেখে
চলে গেলে স্বর্গপাড়ে।
ক্ষণিকের জন্য তুমি এসেছিলে
চলেও গেলে ক্ষণিক হেসে।

দাউ দাউ করে জ্বলছে
তোমার স্বর্গ চিতা।
তোমার চিতার অগ্নিশিখা
পারবে কি আমাদের
আলোর পথে নিয়ে যেতে?
পারবে কি আমাদের অসুস্থ সমাজকে
তোমার চিতার অগ্নিশিখায়
শুচি শুভ্রতায় জাগিয়ে তুলতে?

হে তিথি,
এ সমাজ-
চিতার অনল নয়,
তোমার কাছ থেকে পেতে পারতো
একটি সুন্দর পৃথ্বী।

তুমি আমাদের ক্ষমা করো।
কেননা, পৃথিবীকে আলোর পথে নিয়ে যেতে
দিতে পারিনি তোমায়
একটি সুন্দর পৃথিবী।

আজ তোমার তরে জানাই
আমাদের শ্রদ্ধাঞ্জলি।