শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৮ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কোভিড-১৯ দুর্যোগে বিশেষ অবদানের জন্যে গৌরীপুরে পাঁচ স্বজন সংবর্ধিত

প্রকাশিত হয়েছে- রবিবার, ২০ মার্চ, ২০২২
শ্যামল ঘোষ || উপজেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : মার্চ, ২০, ২০২২, ১১:৫০ অপরাহ্ণ

ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে হাতেম আলী সড়কস্থ স্বজন সমাবেশ কার্যালয়ে রবিবার (২০মার্চ/২০২২) করোনাকালীন দুর্যোগ মোকাবেলায় বিশেষ অবদানের জন্য পাঁচজন স্বজনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতেই জাতীয় সংগীত পরিবেশন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বীরশ্রেষ্ঠ, শহীদ মুক্তিযোদ্ধা এবং দৈনিক যুগান্তরের স্বপ্নদ্রষ্টা শিল্পপতি নুরুল ইসলাম স্মরণে নীরবতা পালন ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রতিষ্ঠাতা স্বজন ও গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম মিন্টু সংবর্ধিত স্বজনদের হাতে ক্রেস্ট ও উপঢৌকন তুলে দেন। তিনি বলেন, দুর্যোগে স্বজন সমাবেশ ও দৈনিক যুগান্তরের ভূমিকা অতুলনীয়। আজকে যাঁরা সংবর্ধিত হচ্ছেন প্রত্যেকটি মানুষ নিজের জীবন বাজি রেখে মানুষের জীবন বাঁচাতে কাজ করেছেন।
সংবর্ধিত স্বজনরা হলেন জেলার শ্রেষ্ঠ উপজেলা চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন খান, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, জেলায় প্রথম উন্মুক্তস্থানে স্বাস্থ্য সুরক্ষার জন্য গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, শ্যামগঞ্জ বাজারকে জীবানুমুক্ত কার্যক্রমে লালবাহিনীতে দেশজুড়ে আলোচিত শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ বণিক, জেলার সেরা সাংবাদিক দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. রইছ উদ্দিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি ও ইসলামাবাদ আলিম মাদরাসার উপাধ্যক্ষ মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান মোফাজ্জাল হোসেন খান, ঢাকা বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস, গৌরীপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. আব্দুল কাদির, শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোবিন্দ বণিক, দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি মো. রইছ উদ্দিন, বিশেষ অতিথি গৌরীপুর মহিলা ডিগ্রী কলেজের প্রভাষক সেলিম আল রাজ, উপজেলা স্বজন সমাবেশের সহসভাপতি শামীমা খানম মীনা, রমজান আলী মুক্তি, আব্দুল মান্নান, যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম রফিক, কবি অনামিকা সরকার, সাবেক সাধারণ সম্পাদক মো. মুরাদ হোসেন, পৌর স্বজনের সভাপতি শ্যামল ঘোষ, প্রতিভা মডেল স্কুলের সহকারী শিক্ষক গোপা দাস, সাংবাদিক মোখলেছুর রহমান, গৌরীপুর রক্তদান ফাউন্ডেশনের সমন্বয়কারী আশিকুর রহমান রাজিব, স্বজন বিপুল পণ্ডিত প্রমুখ।