শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুয়াশা পড়তে পারে, বৃষ্টিও ঝরতে পারে

প্রকাশিত হয়েছে- সোমবার, ১ মার্চ, ২০২১
||
  • প্রকাশিত সময় : মার্চ, ১, ২০২১, ১:৫৯ অপরাহ্ণ

বাহাদুর ডেস্ক :

শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে, আর বৃষ্টি হতে পারে সিলেটের দু’এক জায়গায়।

সোমবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এতথ্য দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। তবে সিলেট বিভাগের দু’এক জায়গায় হালকা কিংবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

এতে বলা হয়, শেষরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারাদশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সার্বিক পর্যবেক্ষণে বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

টি.কে ওয়েভ-ইন