শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৪শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রার জেলায় উদ্ভাবনী মেলার আয়োজন

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ৮ নভেম্বর, ২০২২
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : নভেম্বর, ৮, ২০২২, ১০:৫৬ পূর্বাহ্ণ

উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্য কে সামনে রেখে কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার আয়োজন করা হয়েছে। সোমবার (৭) নভেম্বর সকালে উপজেলা চত্বরে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম। অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার মো. রাসেদুল হাসান, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খান মো. শাহরিয়ার, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম, সদর উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা ইশমত আরা, কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, সমাজসেবা অফিসার মোঃ হাবিবুর রহমান আরও অনেকে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর, আইসিটি ও কেবিনেট ডিভিশনের সহযোগিতায় এবং কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় ২৩টি স্টল নিজেদের পণ্য ও প্রযুক্তি নিয়ে দর্শনার্থীদের মাঝে উপস্থাপন করে। মেলায় ৩৮জনকে কম্পিউটার প্রশিক্ষণের জন্য সনদ বিতরণ, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এর মধ্য দিয়ে অনুষ্ঠান টি সমাপনী করা হয়।