মঙ্গলবার, ৭ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২৪শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৮শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামে বাড়ির আঙ্গিনায় গাঁজা চাষ, আটক ০২

প্রকাশিত হয়েছে- মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০২২
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ২৭, ২০২২, ৩:২৭ অপরাহ্ণ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটায় বাড়ী থেকে প্রায় ১১ কেজি ওজনের গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) বিকেলে কচাকাটার কালীগঞ্জ ইউনিয়নের নামারচর গ্রাম থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কালীগঞ্জ ইউনিয়নের নামারচর এলাকার মৃত আব্দুল মালেকের ছেলে মাহবুব রহমান (৪৮) ও মাহবুব রহমানের ছেলে আশরাফুল ইসলাম (১৯)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে নামারচর এলাকার ওই দুই মাদক ব্যবসায়ীর নিজ বাড়ির আঙ্গিনা থেকে ১০ কেজি ৪শ গ্রাম ওজনের গাঁজার গাছসহ তাদেরকে আটক করা হয়েছে। ওই গাঁজার গাছের আনুমানিক মূল্য প্রায় ৭২ হাজার ৮শ টাকা বলে জানিয়েছেন পুলিশ। কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বসত বাড়ী থেকে গাঁজার গাছসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আগামীকাল তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।