বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীর নাওডাঙ্গা ইউনিয়নে ধরলার তীব্র ভাঙ্গন, হুমকির মুখে দুইশতাধিক পরিবার

প্রকাশিত হয়েছে- রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : সেপ্টেম্বর, ৪, ২০২২, ৫:৫২ অপরাহ্ণ
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চরগোরকমন্ডপ এলাকায় ধরলার তীব্র ভাঙ্গনে, হুমকির মুখে দুইশতাধিক পরিবার। নদী গর্ভে চলে গেছে রাস্তা/বাঁধ ঐ সড়ক দিয়ে কিন্তু গোড়কমন্ডপ বাজার হয়ে আনন্দ বাজার যাওয়ার সহজ পথ। যান চলাচল স্কুল কলেজ যাওয়া আসা সহ বসবাস করতে অসুবিধা হচ্ছে ঐ নদীর পাড়ের মানুষদের। স্থানীয়রা জানান,নদী ভাঙ্গনের বিষয়ে
ইউনিয়ন চেয়ারম্যান হাছেন আলী ও কুড়িগ্রাম ২ আসনের এমপি জনাব মোঃ পনির উদ্দিন নদীর পাড় পরিদন করেন,তারা নদী বাঁধে জিও ব‍্যাগ দেওয়ার কথা বললেও কিন্তু তা এখনও কার্যকর হয়নি।