বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৩শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কুড়িগ্রামের ফুলবাড়ীর বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ায় শিক্ষার্থীদের নতুন মাঝে বই বিতরণ

প্রকাশিত হয়েছে- বুধবার, ৪ জানুয়ারি, ২০২৩
রনবীর রায় রাজ || কুড়িগ্রাম জেলা প্রতিনিধি
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ৪, ২০২৩, ৪:৫২ অপরাহ্ণ

 কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত বাংলাদেশের সবচেয়ে বড় বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার শেখ ফজিলাতুন্নেসা দাখিল মাদ্রাসায় দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের নতুন বই বিতরণ করা হয়েছে।উপজেলা মাধ্যমিক অফিসের আয়োজনে ও শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সুপার শাহনুর আলমের সহযোগিতায় বুধবার সকাল ১১ টায় মাদ্রাসা মাঠে বই বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন,উপজেলা মাধ্যমিক অফিসার আব্দুল হাই রকেট, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা আব্দুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি আলতাব হোসেন সহ আরো অনেকে। এ সময় নতুন বই পেয়ে শিক্ষার্থীরা আনন্দ উল্লাস করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।