শনিবার, ৪ঠা মে, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ২১শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ২৫শে শাওয়াল, ১৪৪৫ হিজরি

কাব্যিক বাস্তব : ডা: প্রিয়াংকা দে

প্রকাশিত হয়েছে- রবিবার, ২৬ জুলাই, ২০২০
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৬, ২০২০, ১২:২০ পূর্বাহ্ণ

কবিতার তীব্র বেগ ,
আবেগের রূপ নিয়ে প্রকাশ হতে চাইলেই,
লেখনী যেন তার –
অহমিকার বন্ধনে বেঁধে দেয় সাবলীল ছন্দ।

রসিক স্রোতস্বিনী নদী
বাস্তবের রূঢ় কলুষিত পাথরের আঘাতে,
শান্ত অন্তঃসলিলা হয়ে,
অবচেতন জিঘাংসার স্বরূপ খুঁজে বেড়ায়।

চেতনার চৈতন্য রূপ ,
লৌকিক অবক্ষয়ের চিত্র মুছতে চায়,
সক্রিয় মানবিক প্রতিশ্রুতি
লালসার তিমিরাচ্ছন্ন পথে ঠিকানা খোঁজে বারংবার।

বেহালা, কলকাতা, ভারত