শুক্রবার, ২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ -|- ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ-গ্রীষ্মকাল -|- ১৭ই শাওয়াল, ১৪৪৫ হিজরি

কাঁচামরিচের কেজি ২০ টাকা!

প্রকাশিত হয়েছে- বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
বাহাদুর ডেস্ক || ওয়েব-ইনচার্জ
  • প্রকাশিত সময় : ডিসেম্বর, ৮, ২০২১, ৭:২১ অপরাহ্ণ

সপ্তাহ দুয়েক আগে দিনাজপুরের হিলি বাজারে কাঁচামরিচের দাম ছিল ৪০ টাকা কেজি। দাম কমে বর্তমান তা পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি দরে। আর দাম কমে যাওয়ায় স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে।

বুধবার সকালে হিলিবাজার ঘুরে জানা যায়, ১২ থেকে ১৪ দিন আগের চেয়ে কাঁচামরিচের দাম পাইকারি বাজারে কমেছে কেজিপতি ২০ টাকা। ৪০ টাকার মরিচ আজ বিক্রি হচ্ছে ২০ টাকা কেজি। আর খুচরা বাজারে তা বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে।

সবজি কিনতে আসা আজাহার আলী বলেন, ঝাল পেঁয়াজ লবণ এই তিনটা জিনিসের মানুষের খুবই দরকার। তাই এসব জিনিসের দাম বেশি হলে বিপাকে পড়তে হয়। বর্তমান এসবের দাম নাগালের মধ্যে আছে। তবে কাঁচামরিচের দাম একেবারে কমে গেছে। ২০ টাকা কেজি দরে এক কেজি কাঁচামরিচ কিনলাম।

হিলিবাজারে মরিচ ব্যবসায়ী ফারুখ হোসেন বলেন, তিন থেকে চার সপ্তাহ আগে ১২০ টাকার উপরে ছিল কাঁচামরিচের দাম। দেশি মরিচ বাজারে ওঠার পর ভারতীয় কাঁচামরিচের আমদানি বন্ধ হয়ে গেছে এবং দামও কমতে শুরু করেছে। আজ আমরা ২০ টাকা দরে পাইকারি বিক্রি করছি।